ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬৬ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১২ মার্চ) রাতে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান। মাকসুদ কামাল বলেন, করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। আমার শরীরের তাপমাত্রা ভালো আছে। কোনো ধরনের দুর্বলতা নেই। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
গত ৭ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিন নিয়েছিলেন ঢাবির এ অধ্যাপক। টিকা নেওয়ার ৩২ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।