ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪ ১২:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার
পঞ্চগড়: হিমালয় কন্যা খ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হিমশীতল বাতাসের সঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে। একই সঙ্গে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা এই জেলায় শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে একই দিন ভোর সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১২ দদশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে সরেজমিনে দেখা গেছে, তাপমাত্রা কমে গেলেও কুয়াশার ঘনত্ব খুব বেশি ছিল না। তবে উত্তর পশ্চিম দিক থেকে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে সকালে কয়েকগুণ বেড়েছিল শীতের অনুভূতি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এদিকে কখনো কখনো হিমেল বাতাস বয়ে গেলেও এখনো সেভাবে শীত না পড়ায় দিনে গরম ও রাতে হালকা শীত অনুভূত হয়। আর এ রকম আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।