ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৪:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক দৌড়ে এসে এক সাংবাদিকের হাত ধরে ঘুরিয়ে ফেলে দেন। পরে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে আটক করে।

এ সময় উত্তেজিত জনতা আটক যুবককে মারধরের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী যুবক ও হামলার শিকার সাংবাদিকের পরিচয় জানা যায়নি।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৭টায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।


   আরও সংবাদ