স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬ ২১:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই স্বাগতিক ভারত মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্রের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভিসা জটিলতায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
যুক্তরাষ্ট্রের প্রাথমিক টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে এখনো ভারতের ভিসা দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে, ভিসা না পাওয়া ক্রিকেটাররা হলেন পেসার আলী খান, উইকেটকিপার ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন।
ভিসা না পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পেসার আলী খান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, এখনও পর্যন্ত ভারতের ভিসা মেলেনি তাদের। এর ফলে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে তাদের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
বিষয়টি আরও বিস্ময়কর এই কারণে যে, আলী খান এর আগেও ভারতে খেলেছেন। তিনি একসময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলেও অংশ নিয়েছিলেন। অথচ এবার বিশ্বকাপের মতো বড় আসরের আগে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে তাকে ও তার সতীর্থদের।
এ বিষয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের ভিসা না পাওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা না দেওয়া হলে শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিপাকে পড়তে পারে আরও কয়েকটি দল। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া ইতালির দলে রয়েছে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। একইভাবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও পাকিস্তানি বংশোদ্ভূত। নেদারল্যান্ডস দলেও রয়েছে এমন বেশ কয়েকজন ক্রিকেটার।
বিশ্বকাপ শুরুর দিন যত ঘনিয়ে আসছে, ততই এই ভিসা জটিলতা নিয়ে প্রশ্ন ও উদ্বেগ বাড়ছে ক্রিকেট মহলে।