ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসলামপুরে নির্দেশনা না মানায় বিভিন্ন দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৩৪ বার


ইসলামপুরে নির্দেশনা না মানায় বিভিন্ন দোকানে জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস রোধে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে । বুধবার দিনব্যাপী জন সচেতনতা বৃদ্ধিতে ও মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান। এ সময় দোকানে লুকিয়ে পণ্য বিক্রি করার সময় মাস্ক ব্যাতিরেকে ও সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ২টি মামলায় ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম জানান- বিভিন্ন জায়গায় জন সচেতনতা বৃদ্ধিতে আমাদের অভিযান চলমান রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত 'লকডাউন' বাস্তবায়নে জনসাধারণকে সচেতন হওয়া সহ সকলের সহযোগীতা কামনা করেন ।


   আরও সংবাদ