ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঝিনাইদহে চলছে অবৈধভাবে পুকুর খননের মহাউৎসব

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৮৭ বার


ঝিনাইদহে চলছে অবৈধভাবে পুকুর খননের মহাউৎসব

নিজস্ব প্রতিবেদক- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় চলছে অবৈধভাবে পুকুর খননের মহাউৎসব। কোটচাঁদপুরে সেই অবৈধ পুকুর খননের সংবাদ প্রকাশ করার পর এবার সেই সংবাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে জাতে ওঠতে দৌড়ঝাপ শুরু করেছেন সেখানকার প্রভাবশালী নেতা ও মাটি খাদক রাজিব হোসেন। ২০ এপ্রিল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার এলাঙ্গি ইউনিয়নের গুড়পাড়া জগদাসপুরে সরকারি বাওড়ের পাশে ধানী জমিতে অবৈধ পন্থায় সবাইকে ম্যানেজ করে পুকুর খনন করছেন কথিত আওয়ামীলীগ নেতা রাজিব হোসেন।

প্রশাসনের নাকের ডগায় রাতদিন সমান তালে চলছে ধানী জমিতে অবৈধ পুকুরের মাটি খননের কাজ। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের কঠোর অবস্থান না থাকার কারণে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে জগদীশ্বরপুর এলাকায় কৌশলে চলছে এসব অবৈধ পুকুর খনন। এছাড়া অনুমতি ছাড়াই শ্রেণি পরিবর্তন করে মাঠের পর মাঠ ধানী জমিতে পুকুর খনন করছেন স্থানীয় প্রভাবশালী নেতা রাজিব হোসেন। বেশ কয়েকটি বড় বড় ভেকু ও খননযন্ত্র কাজ করছে রাতদিন। এতে হারিয়ে যাচ্ছে ধানী জমি।

এ ঘটনায় রাজিব হোসেনের কাছে পুকুর খননের অনুমতি আছে কিনা জানতে চাইলে রমজান আলী বাংলাদেশ প্রথম ডাক অনলাইন, সোহেল চৌধুরী ভোরের সময় ও মন্জুরুল হাসান হেনা টিভি (কোটচাঁদপুর প্রতিনিধি) সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এবং প্রাননাশের হুমকি প্রদান করেন। পরে সাংবাদিকে সোহেল চৌধুরী বাদি হয়ে কোটচাাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং-৪৬৮)।

উল্লেখ্য গত ২০ এপ্রিল মঙ্গলবারে উক্ত সংবাদ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রকাশিত হলে রাজিব হোসেন বিভিন্ন মহলে দৌড়ঝাপ ও তদবির করতে শুরু করেন। ঐ তিন সাংবাদিকদের পটাতে ব্যার্থ হয়ে গত ২২ এপ্রিল বৃহস্পতিবার দুইটা অনলাইন নিউজ পোর্টালে “অবৈধ পুকুর খনন এবং সাংবাদিকদের প্রাননাশের খবরের বিরুদ্ধে” মিথ্যা খবর প্রকাশ করান।

প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দুইটা যথাক্রমে দৈনিক বাংলার সংবাদ.কম “কোটচাঁদপুরের জগদীশপুরে চরম উত্তেজনা” প্রকাশিত শিরোনামে এবং দৈনিক আমাদের সংবাদ.কমে“কোটচাঁদপুরের জগদীশপুরে চাঁদাবাজির অভিযোগ ভুক্তভোগিদের কথিত তিন সাংবাদিকের বিরুদ্ধে” শিরোনামে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া সংবাদ প্রকাশ করে। যা অত্যান্ত লজ্জা জনক এবং মানহানিকর। প্রকাশিত মিথ্যা সংবাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সাংবাদিকরা জানান এসংবাদ প্রকাশে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটি ও ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। এঘটনায় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ