নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫৮ বার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ শ্লোগানকে সামনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে শহরের বিভিন্ন স্থান থেকে আসা ৯০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: তালাত তাসনিম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম সয়াবিন, ১ কেজি ছোলা, ১ কেজি পেয়াজ, ৩ কেজি আলু পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।