নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১৪ বার
বখতিয়ার রহমান, পীরগঞ্জ(রংপুর) ঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রচন্ড কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবার গুলির মধ্যে টিনের জন্য হতাশাকর পরিস্থিতি বিরাজ করলেও গত ১২ দিনেও তাদেও ভাগ্যে মিলেনি টিন সহায়তা । ফলে এ পরিবার গুলো চরম উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন । তারা আদৌ টিন সহায়তা পাবেন কিনা ? এ নিয়ে সন্দিহান ।
একাধিক সুত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল বৃহস্পতিবার পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে । এতে উপজেলার ভেন্ডাবাড়ী, কুমেদপুর, বড়দরগাহ, শানেরহাট ও মিঠিপুর ইউনিয়নের উঠতি ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি প্রায় ২ সহস্রাধীক বাড়ী ঘরের টিনের চালা শিলা বৃষ্টিতে ফুটো হওয়ায় ঘর গুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে । ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর বেশীর ভাগ অর্থাভাবে ঢেউ টিন ক্রয় পুর্বক ঘর গুলোর উপরে ঢেউ টিনের চালা দিতে পারেননি । প্রহর গুনছেন সরকারী সহায়তার প্রত্যাশায় ।
আর যে কারনে আকাশে মেঘ দেখলেই তাদেরকে দিবারাত্রী দুশ্চিন্তায় ও নির্ঘুম রাত কাটাতে হচ্ছে । ছোট মির্জাপুরের জাহিদ মিয়া, সেরাজুল, আসলাম, মন্ডলাবাড়ীর সালাম, গুর্জিপাড়ার শংকর সহ বেশ কিছু সংখ্যক ব্যাক্তির সঙ্গে কথা হলে তারা অভিন্ন প্রতিক্রিয়ায় বলেন, আমাদের ফসল গেল, ঘরের টিন গেল । কোনই সহযোগীতা পাচ্ছি না । ঘরও মেরামত করতে পারছি না । আগামীতে বা সংসারই চলবে কি ভাবে । সব সময় এটাই চিন্তা । তাই তারা এ ব্যাপারে সরকারের জরুরী স-ুদৃষ্টি কামনা করছেন ।
বড়দরগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মন্ডল এর সঙ্গে সোমবার কথা হলে তিনি বলেন, এ ইউনিয়ন থেকে প্রায় ২ সহস্রাধিক ক্ষতিগ্রস্থ ঘরের তালিকা জমা দেয়া হয়েছে । ঢেউটিন বরাদ্ধ না আসায় এখনও টিন বিতরন সম্ভব হয়নি । শানেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু এর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার ইউনিয়নের প্রায় ঘর ক্ষতিগ্রস্থ এমন ১৬ শ’জনের তালিকা করা হয়েছে । আরও আবেদন আসছে ।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা এখনও তালিকা পাইনি । তবুও উর্ধতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠিয়েছি । টিন বরাদ্ধ আসলে ক্ষতিগ্রস্থদের দেয়া হবে । এ দিকে কবে চাহিদা পাঠানো হয়েছে ? জানতে চাইলে তিনি তা জানাতে পারেননি ।
রংপুর জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আকতারুজ্জামান এর সঙ্গে সোমবার কথা হলে তিনি বলেন . আমরা উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি । আশা করি এ মাসের মধ্যেই ঢেউটিন পেয়ে যাব ।