ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অচেতন অবস্থায় ঝিনাইদহ বাইপাশ সড়কে পড়ে ছিল এই যুবক

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫১ বার


অচেতন অবস্থায় ঝিনাইদহ বাইপাশ সড়কে পড়ে ছিল এই যুবক

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের বাইপাশ সড়কে অচেতন অবস্থায় পড়ে ছিল এক যুবক। সে ঢাকার কাজলা ব্রিজ এলাকার সিরাজুল ইসলামের ছেলে জমসের (৩৬)। সোমবার সকালে ঝিনাইদহের বাইপাশ সড়কের আলহেরা স্কুরের রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিল। জমসেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরলে জমশের জানায়, তার ঢাকা গুলিস্তানে মোবাইল সামগ্রীর দোকান আছে, গত ০১/০৫/২১ তারিখ সকাল ০৬:০০ ঘটিকায় চট্টগ্রাম থেকে আশা কিছু মোবাইল সামগ্রী আনতে ঢাকা এয়ারপোর্টে যায়।

সেগুলো নিয়ে নিজস্ব মোটরসাইকেলে ফেরার পথে অপরিচিত দুইটা মোটরসাইকেলে চারজন অজ্ঞাত লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে তাহাকে-তাহাদের মোটরসাইকেলের মাঝখানে তুলে নেই। এসময় তারা বলে যদি চিৎকার-চেঁচামেচি করিস তাহলে গুলি করে দেবো বলে জমশের কে নিয়ে একটা বিল্ডিং এর তিন তলায় রুমে আবদ্ধ করে তার উপর শারীরিক নির্যাতন করে।

পরে তারা জমশের কে পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা আনতে বলে। টাকা পেলে জমশেরকে ছেড়ে দেওয়া হবে। জমশের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেদম মারধর করে এবং তাকে একটা মাইক্রো গাড়িতে ওঠাই। তারপর জমশেরের জ্ঞান না থাকায় পরবর্তী ঘটনা সে কিছুই জানে না। বর্তমানে জমশের হাসপাতাল ঝিনাইদহ চিকিৎসাধীন রয়েছে।


   আরও সংবাদ