ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৯৯ বার


রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম কে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্থা, নির্যাতন, গ্রেপ্তার, মিথ্যা মামলায় জড়ানোর এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা। গতকাল বৃহস্পতিবার পোরশা উপজেলার সারাইগাছি বাজার জিরো পয়েন্ট এ কর্মসূচি পালিত হয়।

পোরশা উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এবং টিভি চ্যানেলের গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনের ব্যানার নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম (রাজু), সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সিনিয়র সাংবাদিক  ডি এম রাশেদ। রোজিনা ইসলামের প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনৈতিক আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এহেন আচরণে আমরা হতবাক ও বিস্মিত।  এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

স্বাধীন দেশে এটা মোটেই কাম্য নয় দুর্নীতিবাজ আমলারা নিজেদের অপরাধ ঢাকতে রোজিনার উপরে দায় চাপাতে চাচ্ছে বলে প্রতীয়মান হয়। আমরা দুর্নীতিবাজ আমলাদের বিচার চাই। শুধু রোজিনা ইসলামকে অপমান করা হয়নি গোটা গণমাধ্যমকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জীবন্নেছা বেগম সহ যারা রোজিনা ইসলাম কে হেনস্তা, নির্যাতন করেছে তাদের শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে। এবং রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

গণমাধ্যম কর্মীদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, মোঃ নাঈম ইসলাম মোঃ রাজিম বাবু, মোঃ তোফাজ্জল হোসেন,আমির উদ্দিন বাবু, মোঃ সোহেল রানা, মোঃ তানজিদ হাসান, মোঃ মিনহাজুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ সাইফুল ইসলাম প্রভাষক (ইংরেজি), মোঃ মতিউর রহমান, মোঃ জাকারিয়া ইসলাম, মোঃ মেহেদী হাসান, রাজু আহমেদ, মোঃ মাসউদ রহমান, মোঃ নাজমুল হক প্রমূখ।
 


   আরও সংবাদ