ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭১ বার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া আর্থিক অনুদান প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, ভূটিয়ারগাতি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
শেষে জেলার ৬ উপজেলার ১২ টি দারুল আরকাম মাদ্রাসার ২৪ জন শিক্ষককে প্রত্যেককে ২৫ হাজার করে টাকার চেক দেওয়া হয়। ২০১৭ সালের নভেম্বরে সারাদেশে ১ হাজার ১০ টি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। এসব প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নিজস্ব সিলেবাস দিয়ে প্রাথমিক শিক্ষাবঞ্চিত শিশুদের তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করায়।