ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রবাসীর ঘর থেকে স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪৯ বার


প্রবাসীর ঘর থেকে স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা বান্দরবানের লামায় এক কুয়েতপ্রবাসীর ঘর থেকে স্ত্রী ও দুই শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মে) রাত ৯টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘরের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করেছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লামা পৌরসভার চাম্পাতলী গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে নূর মোহাম্মদ কুয়েতপ্রবাসী। গ্রামে তাঁর স্ত্রী তিন কন্যাসন্তান নিয়ে বসবাস করেন। 

নূর মোহাম্মদের ছোট ভাই মো. খালেক জানান, তাঁর ভাইয়ের মেজো মেয়ে পাশের আলীকদমে বেড়াতে গেছে। বড় কন্যা রাফি আক্তার (১৪) ও ১০ মাসের শিশুকন্যা নূরীকে নিয়ে তাঁর ভাবি মাজেদা বেগম (৪০) নিজ ঘরেই ছিলেন। তিনি গতকাল সকাল থেকে তাদের কোনো সাড়াশব্দ পাননি। ঘর বাইরে থেকে তালাবদ্ধ দেখে ভেবেছিলেন যে সন্তানদের নিয়ে তাঁর ভাবি কোথাও বেড়াতে গেছেন। সন্ধ্যার দিকে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উঁকি দিলে তিনি মাজেদা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি থানা পুলিশসহ স্থানীয়দের খবর দেন।

খবর পেয়ে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার রিজওয়ানুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা রশীদ, পৌর মেয়র জহিরুল ইসলাম এবং লামা থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থলে যান। রাত সোয়া ৮টার দিকে পুলিশ ঘরের লোহার দরজায় বাইরে থেকে লাগানো তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। 

সহকারী পুলিশ সুপার রিজওয়ানুল ইসলাম জানান, ঘরের মধ্যে একজন মাঝবয়সী নারী এবং ১৩ থেকে ১৪ বছর ও ৯ থেকে ১০ মাসের দুই শিশুকন্যার লাশ পড়ে ছিল। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পুরো বাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।


   আরও সংবাদ