ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্বামীর মৃত্যুতে স্ত্রী আটক, সত্য মিথ্য যাচাই চলছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫৯ বার


স্বামীর মৃত্যুতে স্ত্রী আটক, সত্য মিথ্য যাচাই চলছে

অপরাধ ডেস্ক: পাবনার ঈশ্বরদীর একটি বাড়িতে শাকিল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) রাতে উপজেলা সদরের কলেজ রোডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই ব্যবসায়ীর স্ত্রী মিম খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ব্যবসায়ী শাকিল হোসেন মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর দুবলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে এবং ঈশ্বরদী বাজারের শাকিল ক্লথ স্টোরের স্বত্বাধিকারী।

নিহতের মামা মুলাডুলির ইউনিয়নের ইউপি মেম্বার তারা মালিথা বলেন, ‘১০ দিন আগে পতিরাজপুর গ্রাম ছেড়ে স্ত্রীকে নিয়ে কলেজ রোডের মিকদাদ ম্যানসন নামের একটি ভাড়া বাসায় ওঠেন শাকিল। হঠাৎ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাকিলের স্ত্রী ফোন করে আমাকে জানান, শাকিলের কী যেন হয়েছে, কথা বলছে না। তখন আমি বাড়িওয়ালার সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মিমকে বলি।’

বাড়ির মালিক আহসান হাবিব বলেন, ‘ভবনের দ্বিতীয় তলায় কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখি শাকিল বিছানায় শুয়ে আছেন। মিম তাঁকে সামনে নিয়ে বসে আছেন। কিন্তু সাকিলের কোনও সাড়া শব্দ নেই। পরে তিনি পুলিশকে খবর দেন।’

এ ব্যাপারে মিম খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘৪-৫ জন এসে শ্বাসরোধ করে হত্যা করে চলে গেছে। সে বাঁধা দিলে তাকেও লাথি মেরেছে।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘সিআইডির বিশেষ টিম এসে আলামত সংগ্রহ করে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, মীমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

 


   আরও সংবাদ