পাঁচবিবিতে বসত বাড়ি থেকে ফেন্সিডিল, গাঁজা ও এ্যাম্পল উদ্ধারসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন
| দেখা হয়েছে ৭২১ বার
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ১ নং বাগজানা ইউনিয়নে সীমান্ত ঘেঁষা গোপালপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বসত বাড়ি থেকে ২ কেজি শুকনা গাঁজা, ৩২ বোতল ফেন্সিডিল ও ২১ পিচ নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নে আটাপাড়ার সীমান্ত জিরো পয়েন্ট এলাকার উত্তর গোপালপুর গ্রাম সংলগ্ন এলাকায় ডিউটি চলাকালীন সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এলাকার একটি বাড়িতে একজন মহিলা মাদকদ্রব্য বিক্রয় করছে।
এই সংবাদ পেয়ে উক্ত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এক মহিলাকে আটক করে তার বাড়ি তল্লাসী করলে ২ কেজি শুকনা গাঁজা, ৩২ বোতল ফেন্সিডিল, ২১ পিচ নেশা জাতীয় ইঞ্জেকশন উদ্ধার পূর্বক মনোয়ারা বেগম নামক মহিলাকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উত্তর গোপালপুর গ্রামের মোঃ আজাদ হোসেনের স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম বুচি(৪৫)। তাকে মাদকদ্রব্য আইনে থানায় সোপর্দ করে বলে জানা যায়।
আরও সংবাদ