ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৭৫ বার
অপরাধ ডেস্ক: নোয়াখালীতে চারটি হত্যাসহ ১২ মামলার আসামি ফজলুর রহমান মধুকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াখলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফজলুর রহমান উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শিকদারবাড়ির মাহমুদুল্লাহ ওরফে সামছু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মধু এ অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান জিসানের অন্যতম সহযোগী ছিল। চার হত্যা, চার মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামি ফজলু। এ ছাড়া কয়েকটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাছিল। গোপন সংবাদের মাধ্যমে চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস তাকে গ্রেফতার করে।
চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে। আজ দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।