ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৫৬ বার
স্টাফ রিপোর্টার-ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের যাওয়ার সময় ৮ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)র অধীন জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চুয়াডাংগা জেলার জীবনগর থানার করিমপুর বাজারে বাবু মিয়ার চায়ের দোকানের সামনে হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
আটককৃত হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার নারায়নপুর গ্রামের লিয়াকত খান এর ছেলে আজিজুর খান (১৯), হাতিরাবাদ গ্রামের ইছাহক আলী শেখ এর ছেলে সলেমান শেখ (৩১), ফুলবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী শেখ এর ছেলে গাউছ শেখ (৩৫), সাথে তার স্ত্রী মোসাঃ সাবিনা (৩০), ছেলে শিশু সাব্বির হোসেন শেখ (০৮), নড়াইল জেলার কালিয়া থানার বাবুপুর গ্রামের মিকাইল শিকদার এর ছেলে শাহিন শেখ (১৯), হাড়িভাংগা গ্রামের তারা মিয়ার ছেলে মুন্না শেখ (২২) ও রাজবাড়ী জেলার কালুখালী থানার হরিনবাড়ীয়া গ্রামের শহিদ শেখ এর মেয়ে অজিফা খাতুন (২২)। আটককৃত বাংলাদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় চুয়াডাংগা জেলার জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
মহেশপুুর ৫৮ বিজিবির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।