ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চাচার হাতে ভাতিজা খুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৭১ বার


চাচার হাতে ভাতিজা খুন

অপরাধ: নরসিংদীর রায়পুরায় উপজেলায় চাচার হাতে জুবায়ের (১৭) নামে এক ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (৮ জুলাই) রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল দে  বিষয়টি জানান।

বুধবার (৭ জুলাই) রাতে ওই উপজেলায় মির্জাপুর ইউনিয়নের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় খুনের এ ঘটনা ঘটে। নিহত জুবায়েরের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গাংকল হাটি গ্রামের লিটন মিয়ার ছেলে। সে পেশায় একজন ডিম ব্যবসায়ী বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে জুবায়েরকে বেড়াতে যাওয়ার কথা বলে রায়পুরার নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে একটি পাটক্ষেতে নিয়ে গলায় ছুরিকাঘাত করেন চাচা সোহেল। সে সময় জুবায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যান চাচা।

স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে এবং থানায় খবর দেয়। পরে পুলিশের সহযোগিতায় প্রথমে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাকে তাকে ঢাকা রেফার্ড করেন। পরে জুবায়েরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই দেব দুলাল দে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেনি। তবে নিহতের পরিবারের সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


   আরও সংবাদ