ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাচমেকিং এজেন্সী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১২৮২ বার


বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাচমেকিং এজেন্সী

 

 

আমাদের দেশে এখন ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসার জয় জয়কার। যেকোনো সার্ভিস বা প্রোডাক্ট কেনার জন্য আমরা এখন পুরোটাই অনলাইন নির্ভর হয়ে পড়েছি। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব ধরনের সেবা যেহেতু অনলাইনে পাওয়া যাচ্ছে, তাহলে বিয়ের জন্য পাত্র-পাত্রীর খোঁজার কাজটা বাকি থাকবে কেন? অনলাইনে সৎ ও যোগ্য পাত্র-পাত্রী খুঁজে দেয়ার লক্ষ্যেই ২০১১ সালে যাত্রা শুরু করা তাসলিমা ম্যারেজ মিডিয়া এখন দেশের সবচেয়ে বেশি বিয়ে সম্পন্নকারী স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। 

 

উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে পাবার জন্য আগে গার্জিয়ানরা ঘটকদের উপর নির্ভর করতেন। তবে বর্তমানে বাবা-মা এবং ছেলে-মেয়েদের নানারকম চাহিদার কারণেই বিয়ের উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে পাওয়া এখন বেশ কঠিন। কিন্তু পাত্র-পাত্রী খুঁজে দেয়ার কাজটা বেশ দক্ষতার সঙ্গেই করছে তাসলিমা ম্যারেজ মিডিয়া। শুরুতে অনলাইনে পাত্র-পাত্রী খুঁজে দেয়ার ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর মনে হলেও এখন ম্যারেজ মিডিয়া সার্ভিসকে অনেকেই গুরুত্বের সাথে নিয়েছে।

 

প্রতিষ্ঠানটির কর্ণধার তাসলিমা আক্তার বলেন, তাসলিমা ম্যারেজ মিডিয়া মূলত একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। বিয়ের জন্য পাত্র-পাত্রী খোঁজার কাজটাকে কাজটাকে কম খরচে এবং কম সময়ে সম্পন্ন করার চিন্তা থেকেই তাসলিমা ম্যারেজ মিডিয়া প্রতিষ্ঠা করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে বিবাহযোগ্য পাত্র-পাত্রী বা তাদের অভিভাবকরা ঘরে বসেই অনলাইনে তাদের পছন্দমতো বর-কনে খুঁজে নিতে পারবেন।

 

তাসলিমা ম্যারেজ মিডিয়ার রয়েছে দেশের সবচেয়ে বড় ম্যাট্রিমনিয়াল ডাটাবেজ। পাত্র-পাত্রী খোঁজার জন্য আপনার কম্পিউটার বা স্মার্টফোনটির মাধ্যমে তাসলিমা ম্যারেজ মিডিয়ার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনি পছন্দমতো পাত্র বা পাত্রীর ছবি, বয়স, পেশাগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানাসহ সম্পূর্ণ বায়োডাটা দেখতে পারবেন। যেকোনো পাত্র বা পাত্রীর প্রোফাইল পছন্দ হলে তাকে ম্যাসেজ করতে পারবেন এবং ফোনেও কথা বলতে পারবেন।

সবচেয়ে বড় সুবিধাটা হলো অনলাইনের পাশাপাশি তাসলিমা ম্যারেজ মিডিয়ার অফলাইন সার্ভিসও আছে। আপনারা তাসলিমা ম্যারেজ মিডিয়ার অফিসে এসেও নিজেদের পছন্দ-অপছন্দ এবং পাত্র-পাত্রীর চাহিদার কথা জানিয়ে সার্ভিস নিতে পারবেন। প্রতিষ্ঠানটির বর্তমান অফিস বিএনএস সেন্টার, উত্তরা, ঢাকা- তে।

 

তাসলিমা ম্যারেজ মিডিয়ার অনলাইন প্লাটফর্মে এখন ২৫,০০০+ অরিজিনাল পাত্র-পাত্রীর বায়োডাটা আছে। তবে হাজারো প্রোফাইলের মধ্যে থেকে নিমেষের মধ্যে নিজের পছন্দমতো পাত্র-পাত্রীর বায়োডাটা দেখতে তাসলিমা ম্যারেজ মিডিয়ার ওয়েবসাইটে আছে বিভিন্ন সার্চ অপশন।

 

১. কুইক সার্চঃ মাত্র একটি ক্লিকে আপনার পছন্দ অনুযায়ী বয়স, উচ্চতা ও নির্দিষ্ট ধর্মের পাত্র-পাত্রী খুঁজে নিতে তাসলিমা ম্যারেজ মিডিয়ায় আছে কুইক সার্চ অপশন।

 

২. প্রফেশন সার্চঃ তাসলিমা ম্যারেজ মিডিয়াতে ৮০ টিরও বেশী প্রফেশনের পাত্র-পাত্রীর বায়োডাটা আছে। এর মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ব্যাংকার, সচিব, মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তাসহ চাহিদা মত যেকোন প্রফেশনের পাত্র-পাত্রী খুঁজতে এই সার্চ অপশনটি ব্যবহার করতে পারবেন।

 

৩. এডুকেশন সার্চঃ অনার্স, মাস্টার্স, ডক্টরেট, এমফিলসহ বিভিন্ন ডিগ্রীধারী পাত্র-পাত্রীদের প্রোফাইল বাছাই করতে  এডুকেশন সার্চ অপশনটি ব্যবহার করা যাবে।

 

৫. কমিউনিটি সার্চঃ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব কমিউনিটির প্রোফাইল দেখতে এই সার্চ অপশনটি ব্যবহার করতে হবে।

 

৬. ডিষ্ট্রিক্ট সার্চঃ দেশের অভ্যন্তরে ৬৪টি জেলার পাত্র-পাত্রী আছে তাসলিমা ম্যারেজ মিডিয়াতে। এই সার্চ লিংকে গিয়ে যেকোনো জেলার নামের উপর ক্লিক করলেই ঐ জেলার পাত্র-পাত্রীর বায়োডাটা দেখা যাবে। 

 

 

৭. কান্ট্রি সার্চঃ তাসলিমা ম্যারেজ মিডিয়াতে দেশের বাইরে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার সেটেল্ড প্রবাসী ও সিটিজেন পাত্র-পাত্রীর প্রোফাইল পাওয়া যাবে। তবে পছন্দমতো যেকোনো একটি দেশের পাত্র-পাত্রীর প্রোফাইল দেখতে চাইলে কান্ট্রি সার্চ অপশন ব্যবহার করতে হবে।


   আরও সংবাদ