স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২১০৭ বার
হতদরিদ্র ওই গৃহবধূ দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী।
জানা গেছে, ৮ আগস্ট রাত ১০টার দিকে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু প্রতিবেশী রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। এরপর ৯ আগস্ট সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে নেদু, তার স্ত্রী, পুত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে মারপিট করে চুল কেটে ছেড়ে দেয়।
খোরদো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাশিদা বেগমের প্রতিবেশী আব্দুল মান্নান জানান, নেদু ও তার পরিবারের সদস্যরা রাশিদা বেগমের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ তোলেন। এরপর রাশিদাকে ধরে নিয়ে বাড়ির নারীরা মধ্যযুগীয় কায়দায় বেঁধে চুল কেটে দেয়। চরম অন্যায় করেছে তারা। আমার কাছে আসলে আমি থানায় অভিযোগ দিতে বলেছিলাম।