বিনোদন ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২১ ২২:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২৯ বার
টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক আসরের সুপার টুয়েলভে নেই কোনো জয়। সব মিলিয়ে যারপরনাই বাজে এক বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। যার শেষটা হলো অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের হার দিয়ে। তার আগে টাইগাররা অবশ্য লজ্জায় ডুবে যায় মাত্র ৭৩ রানে ধসে গিয়ে।
ভরাডুবির এই বিশ্বকাপ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ কি তাহলে অবসরে চলে যাবেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠতেই অবসরের প্রসঙ্গটা উড়িয়ে দিলেন লাল-সবুজের কাপ্তান, ‘এই মুহূর্তে আমি এমন কোনো চিন্তা করছি না।’
সংবাদ সম্মেলনে প্রশ্ন নেতৃত্ব ছাড়া নিয়েও। কিন্তু অবসরে না গিয়ে খেলে যেতে চান মাহমুদউল্লাহ। সঙ্গে চালিয়ে যেতে চান অধিনায়কত্ব। নেতৃত্ব ছাড়ার বিষয়টি টাইগার ক্যাপ্টেন ছেড়ে দেন বোর্ডের ওপর, ‘এটা তো আমার হাতে নেই। এ সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড থেকে আসবে। আমার তরফ থেকে আমি সবসময়ই চেষ্টা করেছি দলটাকে আগলে রেখে, সবার কাছ থেকে পারফরম্যান্স আদায় করার জন্য। হয়তো আমাদের অধিনায়কত্বে ঘাটতি ছিল। এ বিষয়টি (অধিনায়কত্ব) আমি ক্রিকেট বোর্ডের হাতেই ছেড়ে দেব। এখানে আমার মন্তব্য করার কিছু নেই।’