নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২১ ২০:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২৩ বার
কামরুল হাসান
কালহিাতী(টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে শনিবার (২০ নভেম্বর) রাতে স্ত্রীকে হত্যার পর পুলিশকে ফোন দিয়ে লাশের পাশে বসেছিলেন স্বামী আমিনুল ইসলাম। অভিযুক্ত আমিনুল ইসলাম(২৮) কাছড়া গ্রামের শামছুল আলমের ছেলে। পরে ঘটনাস্থল থেকে স্ত্রী মিনারা আক্তারকে(২২) হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আ. ছালাম জানান, স্ত্রী মিনারা আক্তারের সাথে আমিনুল ইসলামের পারিবারিক কলহ চলছিল। ওই কলহের জের ধরে শনিবার রাতে আমিনুল ইসলাম তার স্ত্রীকে গলাটিপে হত্যার পর নিজেই থানায় ফোন করে পুলিশকে জানান।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীকে হত্যার পর স্বামী আমিনুল নিজেই থানায় ফোন করে বলেন- ‘আমার স্ত্রীকে আমি হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান’। পরে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রী মিনারা আক্তারকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, মিনারা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।