ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২১ ০৯:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৮৯ বার
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে ফাঁসি ও যাবজ্জীবন পাওয়া সবাই ছাত্র রাজনীতিতে যুক্ত।
ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য থাকলেও দলীয় লেজুড়বৃত্তির প্রভাবে মেধাবীরা পরিণত হচ্ছেন দুর্বৃত্তে এমনটি বলছেন, রাজনীতি বিশ্লেষকরা।
'দলীয় লেজুড়বৃত্তির প্রভাবে মেধাবীরা পরিণত হচ্ছে দুর্বৃত্তে'
অপরাধ বিজ্ঞানীরা বলছেন, শিক্ষাগত যোগ্যতা অর্জনের সঙ্গে মনোজগতে ইতিবাচক পরিবর্তন না আসায় মেধাবীদের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতা।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে ফাঁসি ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাদের সবাই দেশের শীর্ষ বিদ্যাপীঠ- বুয়েটের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত।
যে ছাত্র রাজনীতি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মায়ের ভাষায় কথা বলার অধিকার থেকে স্বাধীনতা এনে দিতে রেখেছে অগ্রণী ভূমিকা। সেই ছাত্র রাজনীতি করা এই শীর্ষ মেধাবীরা কেন বিপথগামী হচ্ছেন?
এ প্রসঙ্গে রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, কাদের আশ্রয় বা প্রশ্রয়ে কোন দম্ভের কারণে তারা ভাবে যে তারা সকল আইনের বাইরে? কী কারণে হত্যাকারী হতেও তারা ভাবছে না সে বিষয়গুলো আমাদের দেখতে হবে।
অপরাধ বিজ্ঞানীরা বলছেন, শিক্ষা অর্জনের পাশাপাশি মনোজগতে ইতিবাচক পরিবর্তন না আসায় মেধাবীরাই রূপান্তরিত হচ্ছেন অপরাধীতে।
অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, শিক্ষার পাশাপাশি মনোজগতেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দলীয় লেজুড়বৃত্তি করতে গিয়েই স্বকীয়তা হারিয়েছে ছাত্র রাজনীতি। যার বলি হচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষাঙ্গনে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তনের পরামর্শ সংশ্লিষ্টদের। সুত্র : সময় নিউজ