ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015
ভিডিও ভাইরাল

বলৎকার করতে গিয়ে গণধোলাই খেলেন আনসার কমান্ডার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২১ বার


বলৎকার করতে গিয়ে গণধোলাই খেলেন আনসার কমান্ডার

বরগুনার তালতলীতে বলাৎকার করতে গিয়ে গণধোলাই খেয়েছেন এক আনসার কমান্ডার। গণধোলাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কড়ই বাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামের মৃত্যু মোতাহার মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস। এলাকায় তিনি কুদ্দুস কমান্ডার ও জ্বীন কুদ্দুস নামে পরিচিত। তিনি তালতলী উপজেলা আনসার কমান্ডার। ছাত্র ও যুবকদের বলাৎকারের (ধর্ষণ) নেশা তার। এই বিকৃত নেশায় বিভিন্ন কৌশলে তিনি শিশু ও যুবকদের বলৎকার করতেন। 

এক যুবককে হরমোন টেস্টের কথা বলে বলৎকার করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হন তিনি। আর ওই গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা গেছে কয়েকজন যুবক তাকে ধরে গণধোলাই দিচ্ছেন। আর কমান্ডার আব্দুল কুদ্দুস তাদের হাত-পা ধরছেন। এর কিছুদিন আগেও এক সুইপার যুবককে বলৎকার করে আহত করেন। 

জানাগেছে, কমান্ডার আব্দুল কুদ্দুস জ্বিন ছাড়ানোর কথা বলে অনেক নারীর সর্বনাশ করেছেন। আর চাকরি দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 

অভিযুক্ত কমান্ডার আব্দুল কুদ্দুস জানান, ’এলাকার মাদকসেবি ও মাদকবিক্রেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেয়ার কারণে তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। ছোট সময় আমার ওপর জ্বিনের আছর ছিল তাই অনেকে আমাকে জ্বীন কুদ্দুস বলে। চাকরি দেয়ার নামে কারো থেকে টাকা পয়সা নেইনি। তবে আমার এক শিক্ষক আমার কাছে টাকা পেতেন তিনি মামলাও করেছিলেন। তার টাকা দিয়ে দিয়েছি। আরএকজন ফায়ার সার্ভিসে চাকরি দেয়ার নাম করে টাকা নিয়েছেন সে বিষয় আমি জানি।’ 

বলাৎকারের ভিডিওর বিষয়ে তিনি বলেন, ’আমাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মাদক ব্যবসায়ীরা মারধর করে ওই ভিডিও করেছে’। 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আবদাল মোল্লা বলেন, ’আমাদের কাছে কুদ্দুস মিয়ার নামে অনেক অভিযোগ আসছে, আর আমিও বলাৎকারের ভিডিও পেয়েছি, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হয়েছে, তদন্ত কমিটি গঠন করে ব্যাবস্থ্যা নেয়া হবে’।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাখাওয়াৎ হোসেন তপু বলেন, ’এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।


   আরও সংবাদ