আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ, ২০২২ ১২:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৫৪ বার
দুবাই এক্সপো মিলেনিয়াম অ্যাম্ফিথিয়েটারে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেছে বাংলাদেশ সাংস্কৃতিক দল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় এক ঘণ্টার নান্দনিক এই পরিবেশনা উপভোগ করেছেন চার-শতাধিক দর্শক-শ্রোতা।
জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ সন্ধ্যায় এই সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, জাগরণের গান, দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশনা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর কোরিওগ্রাফি এবং যন্ত্রসংগীত।
সাংস্কৃতিক দলের এই পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং আরব আমিরাত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উজ্জ্বল অবয়ব ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শাহিন সামাদ, আরিফ রহমান ও শ্রেয়সী রায়; নৃত্য পরিবেশন করেন দীপা খন্দকার, ফারহানা চৌধুরী বেবি, উম্মে হাবীবা, রাকা পাল, জসিম, উজ্জ্বল, জোবায়ের হোসেন নাঈম, রুবাবা, জারা ও আল আমিন; যন্ত্রবাদনে ছিলেন মনিরুজ্জামান, চন্দন দত্ত, বিনোদ রায়, বিদ্যুৎ ও নাসির। অনুষ্ঠান উপস্থাপন করেন ডালিয়া আহমেদ।
সাংস্কৃতিক দলের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মো. শামীম খান ও নাফরিজা শ্যামা; অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন দুবাই কনসলের কর্মকর্তা কামরুল হাসান; সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আবু ছালেহ মো. আবদুল্লাহ এবং সদস্য ছিলেন রাজু আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুবাইয়ের বাংলাদেশ কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন আবু ধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।