ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোহিঙ্গাদের ওপর সহিংসতা গণহত্যার শামিল : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২১ মার্চ, ২০২২ ১৩:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৬ বার


রোহিঙ্গাদের ওপর সহিংসতা গণহত্যার শামিল : যুক্তরাষ্ট্র

মিয়ানমারে রাষ্ট্রীয় মদদে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গাদের ওপর বছরের পর বছর ধরে চালানো দমন-পীড়নকে গণহত্যা বলে ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার বাইডেন প্রশাসন এ কথা জানিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের হোলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এ ঘোষণা দিতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গত বছরের ডিসেম্বরে মালয়েশিয়া সফরের সময় বলেছিলেন, রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের আচরণ গণহত্যা কিনা, তা খুবই সক্রিয়ভাবে খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়নের মুখে লাখো রোহিঙ্গা মুসলিম সে দেশ থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। কিন্তু মিয়ানমারের সেনা শাসিত সরকার বরাবরই গণহত্যার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরে আইসিজেতে মামলাটি করে আফ্রিকার দেশ গাম্বিয়া।


   আরও সংবাদ