ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৮৯ দশমিক ৫১ শতাংশ মন্ত্রিসভার সিদ্ধান্ত ২০২২ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ জুলাই, ২০২২ ১৮:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭৫ বার


৮৯ দশমিক ৫১ শতাংশ মন্ত্রিসভার সিদ্ধান্ত ২০২২ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে

মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর এ অনুশাসনের কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ছোটাছুটি না করে মন্ত্রিদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

ওবায়দুল কাদের বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট চলছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে সংকট সামাল দিতে পেরেছে বাংলাদেশ। 

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আমরা মনে প্রাণে চাই বিএনপি নির্বাচনে আসুক। 

বিএনপির সংলাপে না যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যাওয়া বিএনপির অধিকার। সব দলেরই সংলাপে অংশ নেওয়া উচিত।


   আরও সংবাদ