ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৪ ১৬:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২১৫ বার


তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছে।

 ধামইরহাট  প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাটে মইশড় গ্রামে ইশরাত জাহান (০৯)  এক মেয়ের খেলাক কেন্দ্র করে আজিজার (৪৮) সোহাগ হোসেন (২০)  গুরুতর আহত হয়েছেন। 

 

ইশরাত জাহান তার সমবয়সীদের সাথে খেলাধুলা করা কালে ঝগড়ায় লিপ্ত হওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। 

 

এ বিষয়ে বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় ভুক্তভোগীর বড়ো ভাই মোঃ আঃ রাজ্জাক বাদি হয়ে চার জনের বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন। 

 

ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার

(১৭ জানুয়ারি)  বিকাল চারটা ৪৫ ঘটিকার সময়  ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামের মোঃ ইয়াছিন আলীর মেয়ে ইশরাত জাহান (০৯) কে একই গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে মোঃ রাজু (২৮) ইশরাত জাহানের কানে স্সজোরে থাপ্পড়  দিলে ইশরাত জাহান  হঠাৎ  মাটিতে লুটিয়েপড়ে ঘটনার সংবাদে মোসাঃ ইসরাত জাহান  এর বাবা মোঃ ইয়াছিন আলী ঘটনাস্থল থেকে ইশরাত জাহান কে স্হানীয়দের সহয়তায় চিকিৎসার জন্য ধামইরহাট হাসপাতালে আসা কালে একই তারিখ  বিকাল ৫ টা ৪৫ ঘটিকার সময় মোঃ রাজুর বাড়ির সামনে ইটের হেয়ারিং রাস্তায় পৌছিলে একই উদ্দেশ্য হাতে বাঁশের লাঠি লোহার রডও ধারালো হাসুয়া হাতে লইয়া  ইয়াছিন আলীর পথরোধ করে মোঃ মোফাজ্জল হোসেনের হুকুমে মোঃ মোকছেদুল ইসলাম (৩৫) হাতে থাকা মোটা শক্ত লাটি দ্বারা হত্যার উদ্দেশ্যে মোহাম্মদ ইয়াসিন আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন (২০) ঐ সময় আমার ছোটো ভাই মোহাম্মদ আজিজার রহমান  (৪৮) ঘটনাস্থলে আগাইয়া আসিয়া সোহাগকে উদ্ধার করা চেষ্টা করিলে মোকসেদুল ৩৫ লোয়ার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে মোঃ আজিজুর রহমান এর মাথায় স্বজরে আঘাত করলে আইজুর রহমানের বাম চোখ সহ কপালে লাগলে আজিজুর রহমান উক্তরূপ আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়া পড়িলে বিদ্যুৎ হোসেন আজহারীর মাথার পিছনে ঘাড়ে সজরে আঘাত করিয়া গুরুতর জখম করে  এবং পরবর্তীতে আরো বড় কিছু ঘটাবে বলে ভয় ভীতি প্রদর্শন করেন। 

 

লিখিত অভিযোগে আরও জানা যায়, এ সময় ভুক্তভোগী  আজিজারএগিয়ে এসে সোহাগকে  মারতে বারণ করলে ওই বাদিরা  অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, তোদের  প্রানে মেরেফেলব এই বলে তারা বাদীর ভাই মোঃ আজিজারকে লঠি সোটা ও দেশীয় অস্ত্র এই বিষয় গুলো   জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থী অনিমা, আজিজার ও সোহাগকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করান ।


   আরও সংবাদ