ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩০ বার


জয়পুরহাটে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩

হারুনুর রশিদ স্পেশাল প্রতিনিধি 

 জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়।

 

আটকৃৃতরা হলেন, জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের মাহমুদুল হাসান, সদর উপজেলার তাজপুর গ্রামের মোস্তাকিম হোসাইন ও আক্কেলপুরের গোপীনাথপুর এলাকার মোছা. সানজিদা বেগম।

 

 

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান , ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিতে আসা ৩ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

জেলার ১২টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসবের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা কেন্দ্র থেকে ৩ জনকে আটক করা হয়। তারা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিতে এসেছিলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিৎ করেছেন। ওসি জানান,বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে৷

 


   আরও সংবাদ