ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সোনালী ব্যাংকের মুনাফা ৮৩ শতাংশ বেড়েছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ মে, ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৯ বার


সোনালী ব্যাংকের মুনাফা ৮৩ শতাংশ বেড়েছে

বাংলাদেশ ব্যাংক কর্তৃক সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের ৩১ ডিসেম্বর, ২০২২ স্থিতি ভিত্তিক ৩৭তম বিশদ প্রতিবেদন পরিপালনের লক্ষে আলোচনার জন্য ৮৬৩তম বিশেষ পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৭ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। বাংলাদেশ ব্যাংক প্রতিনিধির উপস্থিতিতে বিশেষ পরিষদ সভায় অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিমসহ পরিচালনা পরিষদের সকল সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহীগণ অংশগ্রহণ করেন। এদিকে গত বছরে সোনালী ব্যাংকের সুদ আয় আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ ও বিনিয়োগ আয় ৪৪ শতাংশ বেড়েছে। দশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংকের মুনাফা ২০২৩ সালে ৮৩ শতাংশ বেড়ে ৭৪৭ কোটি হয়েছে। ব্যাংকটি এদিন ২০২৩ সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে।

আর্থিক বিবৃতি অনুসারে, সুদ আয় ও বিনিয়োগ থেকে আয়ে বড় উল্লম্ফন হওয়ায় ব্যাংকটির মুনাফা বেড়েছে। গত বছরে সোনালী ব্যাংকের সুদ আয় আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮৭৩ কোটি টাকা হয়েছে। আর বিনিয়োগ আয় ৪৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৯৮ কোটি টাকা হয়েছে। গত বছরের শেষে সোনালী শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০৫ দশমিক ২৫ টাকা।


   আরও সংবাদ