ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৬০ বার
সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নিজ পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন প্রফেসর পাড়ার মৃত: মকরম মন্ডলের পুত্র অলিমুদ্দিন মন্ডল। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অলিমুদ্দীন তার লিখিত বক্তব্যে উল্লেখ করে বলেন যে, সাপাহার উপজেলা সদরের মন্ডল মোড়ের মৃত: গিয়াস উদ্দীনের পুত্র ওসমান গণি বাবু ওরফে বাবু মন্ডল (৪৫) এর সাথে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তার বিরোধ চলে আসছিল।
উক্ত বিরোধের জের ধরে বিবাদীগণ আমাদের মারধর করিবে, আমাদের দুনিয়া থেকে বিদায় করে দিবে,সম্পত্তি দখল করবে, আমাদের জেলের ভাত খাওয়াবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছিল। এরই একপর্যায়ে গত ১৭সেপ্টম্বর রাত্রী আনুমানিক ০১.০০ ঘটিকার সময় বিবাদীগণ নিম্ন তফশিল বর্ণিত সম্পত্তি মৌজা-জয়পুর, জেল নং-১৩৩, আর এস খতিয়ান নং-১০, হাল দাগ নং-২৪৮, জমির পরিমান ৯১ শতক জমি জবর দখলের উদ্দেশ্যে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া ইত্যাদি লইয়া আমার বসতবাড়ীর খলিয়ানে অনধিকার প্রবেশ করে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
আমার মেয়ে মোসাঃ হাসিনা (৪৭), নাদিরা (৪৫), মোসাঃ বাংগা খাতুন (৪৬) ঘটনাস্থলে আসিয়া বিবাদীদের চলে যেতে বললে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দেয় এবং বলে দুনিয়া থেকে বিদায় করে দে বলিয়া আমার মেয়েদের এলোপাতারী মারধর করে জখম করে এবং আমার ঘরবাড়ি, ৬০ বানডিল ঢেউ টিন, ৪টি চকি সহ অন্যান্য আসবাসপত্র ভাংচুর করে আমার মেয়ে মোসাঃ হাসিনা ও নাদিরার গলায় ও কানের দুইটি চেইন ও চাঁরটি কানের দুল হাতের বালা সহ মোট ৪.৫ ভড়ি স্বর্ণলংকার ও হাতের ব্যাগে থাকা নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জোর পূর্বক কেড়ে নেয় এসময় আমি বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি সহ খুন যখমের হুমকি প্রদান করে।
কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদী সহ অজ্ঞাত বিবাদীগন আমাদেরকে ঘটনাস্থল ত্যাগের হুমকী প্রদান করে আমার পরিবারকে লাঠি, বল্লম, হাসুয়া, কোপদা ও রড দিয়ে প্রানে মেরে ফেলবে এই বলে ভাংচুর করা জিনিস পত্র উক্ত বিবাদীর বাড়ির সামনের চাতালে ও আড়তে স্তুপ করে রাখে।
উক্ত বিষয়টিকে কেন্দ্র করে শান্তি শৃংখলা ভংঙ্গের সম্ভবনা রয়েছে এবং শান্তি শৃংখল বজায় রাখার জন্য বিষয়টি নিয়ে গত ১৮ সেপ্টেম্বর বুধবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি এবং বিষয়টির সুষ্ঠ সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করি।