ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ জুলাই, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪৫ বার


পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - নওগাঁর পত্নীতলায় নজিপুর-সাপাহার সড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৬) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার মহিমাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পত্নীতলা থানা ও স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা আদর্শ গ্রামের পাশে দ্রুতগামী একটি আমবাহী কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামের মৃত্যু ঘটে।

এঘটনায় পত্নীতলা থানা পুলিশ উক্ত কাভার্ড ভ্যানটি আটক করেছে বলে নিশ্চিত করেছে।

নিহত রফিকুল ইসলাম পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩২৫০) এর একজন সদস্য। তার মৃত্যুতে পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছে।
 


   আরও সংবাদ