ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাউজানে স্ত্রী-কন্যার সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ জুলাই, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯৪ বার


রাউজানে স্ত্রী-কন্যার সামনেই যুবদল নেতাকে গুলি করে হত্যা

বিশেষ প্রতিনিধি 
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে মো. সেলিম (৪০) নামের এক যুবদল নেতাকে। হত্যাকাণ্ডটি ঘটেছে পরিবারের সদস্য—স্ত্রী ও কন্যার সামনে, দুপুর ১২টার দিকে ঈশান ভট্টের হাট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোরকা পরা চারজন অস্ত্রধারী মোটরসাইকেল থামিয়ে সেলিমকে লক্ষ করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো. সেলিম ফটিকছড়ি উপজেলা যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি ব্যক্তিগত কাজে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। ঈশান ভট্টের হাট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি সিএনজি অটোরিকশা তাদের গতিরোধ করে।

সিএনজি থেকে নেমে আসে চারজন মুখঢাকা বোরকাধারী দুর্বৃত্ত। একজনে সামনে দাঁড়িয়ে মোটরসাইকেল থামান, অপরজন সেলিমকে টেনে নামিয়ে খুব কাছ থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলি তার বুকে ও মাথায় লাগে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। আতঙ্কে স্ত্রী ও কন্যা চিৎকার শুরু করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য ঃ পাশের একটি দোকানের বিক্রেতা বলেন,“সবকিছু ১০ সেকেন্ডের মধ্যে ঘটে গেল। কেউ কিছু বোঝার আগেই লোকটা পড়ে গেল। আর ওনার মেয়ে তো পুরো ভেঙে পড়ে—মা চিৎকার করছিলেন।”
পুলিশের প্রাথমিক ধারণা ও তদন্ত
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন:“এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকারীরা পেশাদার। বোরকা ব্যবহার এবং সিএনজি দিয়ে পথরোধ—সবই সুপরিকল্পিত।”
পুলিশ আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ জব্দ করেছে। প্রাথমিকভাবে রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার বিষয় মাথায় রেখে তদন্ত চলছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, নিহত সেলিম সম্প্রতি দলের স্থানীয় এক নেতার সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। আবার এলাকায় সন্ত্রাসবিরোধী অবস্থান নেওয়াতেও তিনি কিছু দুশমনের টার্গেটে ছিলেন বলে দাবি করেছেন তার সহকর্মী

ঘটনার পরপরই বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ একে “রাজনৈতিক সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ” বলে আখ্যায়িত করেছেন।
বিচারের দাবিতে পরিবার ও দলের পক্ষ থেকে জোরালোভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার জেরে পুরো রাউজান জুড়ে আতঙ্ক বিরাজ করছে।


   আরও সংবাদ