ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭০ বার


সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: রাজধানীর পুরার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।  

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১০ এর অধিনায়ক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব-১১ নান্নুকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

জানা যায়, নান্নু পাথর দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।

গত বুধবার দ্বন্দ্বে লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।  


   আরও সংবাদ