ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭৮ বার


চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২

চাঁদপুর: চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে ২২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য জানান।

 

আটকরা হলেন- আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), ইয়াছিন মিজি (১৮), শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০), ইয়াছিন আরাফাত (২০), মো. জিহাদ গাজী (১৭), মো. জুয়েল (১৭), মো. আব্দুস সালাম (১৬), সাইফ ইসলাম (১৬), রাশেদুল ইসলাম (১৬), মোহাইমিনুল ইসলাম (১৮), নাহিদুল ইসলাম (১৬), আল-আমিন (১৮), মাইনুর মিয়া (১৭), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫), মুজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন (২৩), আব্দুর রহমান (২৫) ও মোকতাদির আহাম্মেদ (২৩)।

বাহার মিয়া জানান, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোর অপরাধে জড়িত সন্দেহে চাঁদপুর সদরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, ল্যাংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্ল্যাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়।

পরে যাচাই-বাছাই করে কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে মুচলেকা নিয়ে ২১ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি একজন থানা হাজতে রয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৩ জুলাই দিন ও রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানা পুলিশ ৩২ জনকে আটক করে। তাদেরও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।


   আরও সংবাদ