ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নামাজে কাতার সোজা করতে হয় কেন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৪ বার


নামাজে কাতার সোজা করতে হয় কেন

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এ নামাজ পড়তে হয় যৌথভাবে—জামাতের সঙ্গে।



জামাতবদ্ধভাবে এবং কাতার সোজা করে নামাজ পড়ার নির্দেশ দেওয়ার কারণ হলো, যাতে মুসলিম সম্প্রদায়ের মাঝে একতা তৈরি হয়। এ একতা বাস্তব জীবনকে প্রভাবিত করতে পারে। তাই কাতার সোজা করে সম্মিলিতভাবে নামাজ পড়ার নির্দেশ বাস্তবায়ন করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বলা হয়েছে, পায়ের সঙ্গে পা এবং কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে নামাজ পড়বে। এ ক্ষেত্রে একে অন্যের সঙ্গে মিলেমিশে দাঁড়াবে, যেন পরস্পর একই ব্যক্তি ও একই দেহে পরিণত হয়। এবং একজনের চলাচল যেন অন্য জনের ওপর প্রভাব ফেলে আর পরস্পরের মধ্যে অহংকার ও বিদ্বেষ না থাকে। সুবহানাল্লাহ! সত্যিই ইসলামের প্রতিটি বিধান মানুষের কল্যাণে।


   আরও সংবাদ