ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৫ ১৫:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১০৮ বার


শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা

‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে রাজধানীতে জনসমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহারও ঘোষণা করবে দলটি।

 

রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে সমাবেশের মূল মঞ্চ। পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। এই সমাবেশে প্রচুর জনসমাগমের প্রত্যাশা করছেন এনসিপির শীর্ষ নেতারা।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের মূল বেদির দুই পাশে এলইডি ডিজিটাল স্ক্রিন দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। এ ছাড়া শহীদ মিনারের দুই পাশে আরো দুটি এলইডি ডিজিটাল স্ক্রিন রয়েছে। সেখানে দুপুর থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র দেখানো হচ্ছে।

মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাস্তার ওপর মোবাইল টয়লেট ও মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। মঞ্চের পেছনে নেতাদের অবস্থানের জন্য তৈরি করা হয়েছে তাঁবু।

সকাল থেকে শহীদ মিনারে এনসিপির নেতাকর্মীদের দেখা না গেলেও দুপুরের পর থেকে সমাবেশস্থলে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়।

দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।


   আরও সংবাদ