ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৫ ১৭:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৭ বার
ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষ্যে আয়োজিত ছাত্রদলের স্মরণ ও প্রতিবাদ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এ সমাবেশে অনলাইনের মাধ্যমে যুক্ত হন তিনি।
এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
সমাবেশের সূচনায় জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। এর আগে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্মরণ করেন সংগঠনের সেসব নেতাকর্মীদের, যারা গত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে জীবন দিয়েছেন।
দুপুর ৩টায় সমাবেশস্থলে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগেই মঞ্চে ছিলেন বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ শুরুর প্রায় এক ঘণ্টা আগেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকা ভরে ওঠে বিপুল সংখ্যক ছাত্রদল কর্মী-সমর্থকে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এবারকার সমাবেশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছাড়া বিভিন্ন ইউনিট ও জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।