ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রেমের ফাঁদে গার্মেন্টস কর্মী গণধর্ষণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ অগাস্ট, ২০২৫ ১৫:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪০ বার


প্রেমের ফাঁদে গার্মেন্টস কর্মী গণধর্ষণ

ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহে র‍্যাব-১৪ এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে র‍্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।


গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)। তারা সবাই ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গত ১৮ জুলাই রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে স্থানীয় ম্যাজিক সোয়েটার কোম্পানির এক নারী কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নেয় প্রেমিক মো. মামুন মিয়া (২৫)। পরে ভিকটিমকে স্থানীয় উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে মামুন তার তিন বন্ধুসহ জোরপূর্বক গণধর্ষণ করে।

র‍্যাব অধিনায়ক নয়মুল হাসান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র‍্যাব ছায়াতদন্ত চালিয়ে পৃথক অভিযান পরিচালনা করে কুমিল্লা সদর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনার মূল হোতা মামুন মিয়া এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানান র‍্যাব-১৪ এর অধিনায়ক।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এবং র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল হক।


   আরও সংবাদ