ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তুহিন হত্যা স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ অগাস্ট, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪৭ বার


 তুহিন হত্যা স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৪

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান বলেন, গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল-আমিনকে পুলিশ গ্রেপ্তার করে।

অপরদিকে, গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান। গ্রেপ্তার চারজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।


   আরও সংবাদ