ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৫ ১২:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫১ বার
মঙ্গলবার (১২ আগস্ট) আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র ৩৬তম উপশাখা হিসেবে চুনকুটিয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিনজিরা শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন।
এছাড়াও কেরাণীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন, রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ পশ্চিমের জোনাল ম্যানেজার মো. আব্দুল কাদের জিলানী, জিনজিরা শাখার ব্যবস্থাপক শেখর মন্ডল ও চুনকুটিয়া উপশাখা প্রধান মো. কামরুল হকসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া করেন মো. মনিরুল ইসলাম শরীয়তপুরী।