ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ অগাস্ট, ২০২৫ ১৬:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪২ বার


দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ সংঘর্ষ ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, দুপুরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজের সামনে ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজে অবস্থান নিয়েছেন। আমরা দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলাপ করে স্থায়ী সমাধান খুঁজব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ধরনের ছোটখাটো বিষয় থেকে প্রায়ই এমন ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। আমরা চাই এই সমস্যার স্থায়ী সমাধান হোক।

সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে ডিসি মাসুদ বলেন, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর পরশুদিনও উত্তেজনা দেখা দেয়। আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ। কিন্তু আজ আবার তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, দুপুর ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি ও ১৮ মার্চ ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় বহু শিক্ষার্থী ও পথচারী আহত হন।


   আরও সংবাদ