ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নারী ও শিশুসহ ১৬ জনকে পুশইন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ অগাস্ট, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪৮ বার


নারী ও শিশুসহ ১৬ জনকে পুশইন

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ তিনজন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

 

বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন কুমারশাইল সীমান্তের চা-বাগান এলাকা থেকে তাদের আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল।

প্রাথমিক পরিচয় যাচাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি।  

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বড়লেখার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করে বিজিবি।

search

মৌলভীবাজারে নারী ও শিশুসহ ১৬ জনকে পুশইন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট 

 

আপডেট: ০৯:০০, আগস্ট ২৮, ২০২৫

 

28

Shares

sharethis sharing button

মৌলভীবাজারে নারী ও শিশুসহ ১৬ জনকে পুশইন ছবি: সংগৃহীত

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ তিনজন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  

 

বুধবার (২৭ আগস্ট) বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন কুমারশাইল সীমান্তের চা-বাগান এলাকা থেকে তাদের আটক করে লাতু ক্যাম্পের বিজিবি টহল দল।

 

 

প্রাথমিক পরিচয় যাচাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি।  

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বড়লেখার কুমারশাইল সীমান্ত চা-বাগান এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে আটক করে বিজিবি।

তারা তখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিলেন।  

বিজিবি-৫২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং তিনজন বাংলাদেশি।

 

পরিচয় শনাক্তের পর সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।  

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিএসএফের পুশইনকৃত তিন বাংলাদেশি ও ১৩ রোহিঙ্গা নাগরিকের নাম-ঠিকানা নিশ্চিত করে বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে।

 

বাংলাদেশিদের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হবে। রোহিঙ্গাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


   আরও সংবাদ