ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ১২৬ বার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে গত রোববার দেশের প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস। ওই বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া নির্বাচন নিয়ে কেউ বিকল্প চিন্তা করলে তা জাতির জন্য বিপজ্জনক হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।