ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২১:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭৭ বার


আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯

ঢাকা: অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় তাদের রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।



বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, বারিধারা থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

এর আগে ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন সেলিম প্রধান। পরে তিনি জামিনে বের হন।


   আরও সংবাদ