ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯২ বার
রাজধানীর ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ধর্ষ এই চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এই বিষয়ে শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরবেন।