ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বর্ষীয়ান অভিনেতা আসরানির জীবনাবসান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২৭ বার


বর্ষীয়ান অভিনেতা আসরানির জীবনাবসান

প্রখ্যাত কৌতুক অভিনেতা ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

 
 

 

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, দীর্ঘ অসুস্থতার পর অভিনেতা ও পরিচালক গোবর্ধন আসরানি মুম্বাইয়ে মারা গেছেন। সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ভারতীয় চলচ্চিত্র জগতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হাসি ও আনন্দ উপহার দিয়েছেন আসরানি। তিনি ছিলেন হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কৌতুক অভিনেতা।

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিআইআই) থেকে অভিনয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। ১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরু করে দ্রুতই বলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘শোলে’ ছবিতে অদ্ভুতুড়ে জেলারের চরিত্রে তার অভিনয় তাকে সবার কাছে এনে দেয় ব্যাপক খ্যাতি ও জনপ্রিয়তা।

আসরানির অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ধামাল, হালচাল, হেরা ফেরি, এবং খাট্টা মিঠা।

তার মৃত্যুর খবরে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। চলচ্চিত্রপ্রেমীরা স্মরণ করছেন এক প্রজন্মের প্রিয় সেই হাসির মানুষকে, যিনি সারাজীবন দর্শকদের মুখে হাসি ফোটাতে নিবেদিত ছিলেন।


   আরও সংবাদ