ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এসডিজি ইনোভেশন অ্যাওয়ার্ড পেল রাজউক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫ ১৫:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১ বার


এসডিজি ইনোভেশন অ্যাওয়ার্ড পেল রাজউক

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। ইন্দোনেশিয়ার বালির দেনপাসারে অনুষ্ঠিত চতুর্থ এসডিজি সিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রাজউক ‘এসডিজি ব্রেকথ্রু ইনোভেশন’ পুরস্কারে ভূষিত হয়েছে।

সংস্থাটির উদ্ভাবিত ওয়েবভিত্তিক জিআইএস (Geographic Information System) প্ল্যাটফর্মের জন্য এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়।

রাজউকের তৈরি এই জিআইএস প্ল্যাটফর্ম রাজধানী পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করে তুলেছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে নাগরিকরা অনলাইনে জমি, প্লট, ভবন অনুমোদনসহ বিভিন্ন তথ্য সহজেই দেখতে ও অনুসন্ধান করতে পারেন। পাশাপাশি এটি নগর পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা টেকসই নগর উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি–১১) অর্জনে সহায়তা করছে।

পুরস্কারটি গ্রহণ করেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল আমিন এবং রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করা শহর প্রতিনিধি ও নীতিনির্ধারকরা অংশ নেন।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, এটি বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। আমাদের এই উদ্ভাবন রাজধানী উন্নয়নে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে।

রাজউকের এই সাফল্য শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং বাংলাদেশের টেকসই নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনের চলমান প্রয়াসে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 


   আরও সংবাদ