ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্ম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫১ বার


 শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্ম

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার। ১৪ কার্তিক ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৬৪- অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের দুই রাজার মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি।
১৯২২- ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন।
১৯২৩- কামাল পাশার (আতাতুর্ক) নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা।
২০০৩- মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন।

জন্ম
১৭৩৫- যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন অ্যাডামস।
১৮৩৪- ব্রিটিশ আলোকচিত্রশিল্পী স্যামুয়েল বোর্ন।
১৮৭১- ফরাসি কবি পল ভ্যালেরি।
১৮৮৭- জনপ্রিয় বাঙালি শিশুসাহিত্যিক সুকুমার রায়।

তিনি ভারতীয় সাহিত্যে ননসেন্স্ এর প্রবর্তক। একাধারে তিনি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার। জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর সন্তান তিনি। এছাড়া তার ছেলে খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু ও নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা ‘ননসেন্স’ ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়।


   আরও সংবাদ