ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫ ১৫:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯ বার
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে দেওয়া আর্থিক সহায়তা তার জীবনের মূল্য হিসেবে নয়, বরং তাৎক্ষণিক সাহায্য হিসেবে দেওয়া হয়েছে। তাছাড়া নিহতের স্ত্রীকে চাকরির ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদ।
সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ফারুক আহমেদ বলেন, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় তার পরিবারকে দেওয়া ৫ লাখ টাকা জীবনের মূল্য হিসেবে নয়, বরং তাৎক্ষণিক সাহায্য করা হয়েছে। ইনসিডেন্টের পরে আমরা নিজেরা ইনভলভ হয়েছি ওই ভিকটিমের সাথে। যতটুকু করার, তার হাসপাতাল নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত যত কিছু আছে—আমাদের ডিএমটিসিএল এবং মন্ত্রণালয় উভয়ে মিলে সমস্ত কিছু আয়োজন করেছি।
ডিএমটিসিএলের এমডি বলেন, সাহায্য হিসেবে উপদেষ্টা স্যারও মন্ত্রণালয় থেকে দিয়েছেন। অনেকে এটাকে জীবনের মূল্য বলছে, আসলে এটা সে হিসেবে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘমেয়াদি যে সমাধানটা খুঁজেছি, তা হলো— তার পরিবারকে কীভাবে স্থায়ীভাবে সাহায্য করা যায়। সে জন্য তার স্ত্রীর সঙ্গে গত সপ্তাহে আমার মিটিং হয়েছে। তার যোগ্যতা অনুযায়ী তাৎক্ষণিক একটি চাকরির ব্যবস্থা করা হয়েছে। তিনি যখন তার সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দেবেন (সম্ভবত অফিসে পৌঁছে গেছে), এরপর আমরা তার জন্য চাকরির ব্যবস্থা করব।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, তার (আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া) হয়তো আরও ছয় মাস লাগবে অনার্স সম্পন্ন করতে। তারপর তার যোগ্যতা অনুযায়ী যতটুকু পদোন্নতি দেওয়া যায় বা করা যায়, সেই ব্যবস্থাও প্রভিশনে রাখা হয়েছে।