ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫ ১১:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৪ বার
রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে ৫ জন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে করে এসে এলাকায় গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়াকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে রাউজান থানার ডিউটি অফিসার বাংলানিউজকে বলেন, সন্ত্রাসীরা গুলি করেছে শুনে ঘটনাস্থলে গেছেন ওসি স্যার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুলির কারণ এখনো জানা যায়নি; বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বুধবার রাত সাড়ে বারোটার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন থেকে পাঁচজন গুলিবিদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।